,

হবিগঞ্জে দুঃস্থদের মধ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে এর বস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে এর সাউথশীল্ড শাখার উদ্যোগে উচাইল গ্রামের দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে-এর হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আহমেদ, ছাইদুল হক, আশরাফুল আলম মারুফ, দিলোয়ার হোসেন, আইনউল্লাহ, মহিউদ্দিন, ওয়াহিদ মিয়া, আপ্তই মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী-শিশু ও পুরুষের মধ্যে ইংল্যান্ড থেকে প্রেরিত বিভিন্ন ধরণের বস্ত্র বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.