,

যে জাতির মাতৃ ভাষা দিবস আছে সে জাতি সাহিত্য সমৃদ্ধ ও বিশ্বনন্দিত…মুনিম চৌধুরী বাবু এমপি

উত্তম কুমার পাল হিমেল ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি ও জেলা জাতীয়পার্টির সভাপতি এম.ও মুনিম চৌধুরী বাবু বলেন, যে জাতির ভাষা দিবস আছে সে জাতি সাহিত্য সমৃদ্ধ ও বিশ্বনন্দিত। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। সালাম, বরকত সহ বীর ভাষা শহীদদের বুকের রক্তে রঞ্জিত ভাষা বাংলা। আমরা বাংলা ভাষা এবং ভাষা শহীদদের জন্য আজ গর্বিত জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত। তিনি গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ, নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫ উদ্যাপন অভিষেক অনুষ্ঠানের উদ্ভোধনী পর্বে জাতীয় কবিতা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত একুশের বিশেষ সংকলন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংখ্যা-২০১৫’ মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় কবিতা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা’র অন্যতম উপদেষ্টা কবি মোঃ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে এবং সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, কবি কোকিল দাশ, কবি আবদুল বাসিত মোহাম্মদ, নবীগঞ্জ জে. কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস ছালাম। শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জ্বল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ.টি.এম সালাম, কবি ও গীতিকার আলী আমজাদ মিলন, সাংবাদিক মুরাদ আহমেদ। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদ, নবীগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম। শিশু-কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করে- সোনালী, সারা মাহজাবীন, ইশরাত জাহান ইমু, নুসরাত ইয়াসমিন শিমু, নাবিহা তাবাসসুম মুহাত, আরিশান আহমেদ, আরিয়ান আহমেদ, আপন, রিয়াদ, পিয়াস, মাঈশা, শ্রেষ্ঠ, নবীন, আদিব, ফাবিহা, তানজুমা, রাফা, নাদিরা, সামিউল, অর্পিতা, নাদিয়া, সাফি প্রমুখ। এ পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জ্বল ইসলাম চৌধুরী কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার হাসনাহেনা, উপজেলা রিসোর্স অফিসার মেসবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা সহঃ মাধ্যমিক অফিসার মোঃ নজরুল ইসলাম, কবি মাও: কাজী হাসান আলী, কবি এম.এ ওয়াহিদ লাভলু, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি কাঞ্চন বণিক ও হিরামিয়া গার্লস হাইস্কুলের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ মনর উদ্দিন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ পৌরসভা অফিসের হিসাব রক্ষক শেখ মোঃ জালাল উদ্দিন, প্রধান সহকারী সরাজ মিয়া ও টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য্য দেবুল, সঙ্গীত শিক্ষক মহীতুষ দাশ মনীষ, আনন্দ নিকেতনের ক্ষাস পরিচালক সাজু মিয়া প্রমুখ। এই পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন- প্রধান অতিথি নবীগঞ্জের ইউএনও কবি মুহাম্মদ লুৎফর রহমান, কবি কোকিল দাশ, কবি আবদুল বাসিত মোহাম্মদ, কাস্টমস’র এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার কবি মোঃ গোলাম কিবরিয়া, পরিষদের উপদেষ্টা কবি আলী আমজাদ মিলন, কবি এম.এ ওয়াহিদ লাভলু, পরিষদের সহ-সভাপতি কবি মাও: মোঃ ইব্রাহীম মিয়া, সহ-সাধারণ সম্পাদক কবি সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কবি রংধনুরাজ মিল্টন, সাংস্কৃতিক সম্পাদক কবি উর্মি আচার্য্য, কবি সাইফুল ইসলাম সারং, কবি মোঃ ওবায়দুর রহমান সাইদুর, কবি মোঃ রাজু মিয়া,কবি রেজিয়া সুলতানা শিমু ,কবি সাদিক আহম্মদ শান্ত প্রমুখ। কবিতা আবৃত্তি করেন- নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা ও আবৃত্তি শিল্পী কাঞ্চন বণিক। উল্লেখ্য আনন্দ নিকেতন’র শিল্পীদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন এবং মহান একুশের সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি/ আমি কি ভুলিতে পারি?’ গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সঙ্গীতে অংশ গ্রহণ করে- বৈশাখী পাল বৃষ্টি, কাসপিয়া ইসলাম আদিবা, জাফরুল ইসলাম আপন, নির্ঝরা দাশ, শ্রেয়সী রায় উর্বি, তানজুমা তারান্নুম হক চৌধুরী, আবির রায়, শান্তা দাশ, অর্পিতা ধর, নাদিয়া চৌধুরী নদী, নীলা চৌধুরী, পল্লবী রায় বর্ষা, সুপ্রিয়া সিন্হা চৈতি, দিতি দাশ হিমু,নিলয় চকদার, নয়ন দাশ, প্লাবন কৃষ্ণ বণিক ও উম্মে মেহজাবিন মাইশা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.