,

হবিগঞ্জে ব্যবসায়ীর উপর দুবৃত্তের হামলা ॥ নগদ টাকা ও মোবাইল লুট

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে মহসিন মিয়া (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে সবর্স্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। সে ওই গ্রামের বাসিন্দা। আহত সুত্রে জানা যায়, মহসিন মিয়া দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের জিরো পয়েন্ট নামে একটি কাপড়ের দোকানে ব্যবসা করে আসছিল। গতকাল রবিবার দুপুরে তিনি বাড়ি থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হলে ওই গ্রামের হাই স্কুলের একটি ব্রীজে পৌছামাত্র মুখোশধারী একদল দর্বৃত্ত তার পথরোধ করে দাড়ায়। সে কিছু বুঝে উঠার আগেই দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। যাবার সময় তিনি আল আমিন নামে এক দুর্বৃত্তকে চিনে ফেলেন। তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.