March 25, 2025, 12:40 pm

সদর উপজেলা শিক্ষক রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাকটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাকটরের বিরুদ্ধে প্রশিক্ষনের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি শিক্ষকদের জন্য বরাদ্ধকৃত নাস্তার টাকা, কলম, প্যাড, ব্যাগসহ নিম্নমানের উপকরণ বিতরণের ক্ষেত্রে এই অনিয়ম করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান। অভিযোগে জানা যায়, সরকারি প্রাইমারী স্কুল শিক্ষকদের জন্য সরকার কর্তৃক পরিচালিত উপজেলা রিসোর্স সেন্টারটি শহরতলীর বহুলা গ্রামে অবস্থিত। সরকারি নিয়ম অনুসারে প্রতি বৎসরেই নতুন শিক্ষকদের জন্য প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। খোজঁ নিয়ে জানা গেছে, কামাল হোসেন মজুমদার নামে এক ব্যক্তি ওই রিসোর্স সেন্টারে ইন্সস্ট্রাকটর হিসেবে কর্মরত রয়েছেন। উক্ত রিসোর্স সেন্টারে দুই শিফটে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হয়। আর ওই ইনস্ট্রাক্টর উক্ত প্রশিক্ষনে ঠিকমত অংশগ্রহণ করছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ট্রেনিং না থাকলেও সংশ্লিষ্ঠ কার্যালয়ে অফিস করার নিয়ম থাকলেও তিনি ঠিকমত তাও করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনিংয়ে আসা কয়েকজন শিক্ষক জানান, ৬ দিনের প্রশিক্ষণের সমাপ্তি শেষে তিনি ট্রেনিংয়ে আসা শিক্ষকদের নিকট থেকে বিভিন্ন উপহার দাবী করছেন। এতে করে ট্রেনিংয়ে আসা শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ওই কর্মকর্তার অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.