March 18, 2025, 11:30 pm

নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর হাসপাতাল..অধিকাংশ ওয়ার্ডেই বিছানা ও পানির টেপ নষ্ট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। রোগী আছে, বিছানা, পানি নেই। যে কটি পানির টেপ আছে তাও বিকল। কোন কোন টেপ দিয়ে অল্প পানি আসছে। বার বার কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানিয়েছেন আরএমও। গতকাল সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। বিভিন্ন ওয়ার্ডে বিছানা নেই। যে কটি বিছানা আছে, তাও বিকল। আবার কেউ কেউ বিছানা ভেঙ্গে মেঝে পড়ে আহত হয়েছে। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগী প্রায় শতাধিক। বিছানা ২৪টি। কিন্তু এর মধ্যে ৪/৫টি বিছানা ভেঙ্গে গেছে। আবার কোন কোন ওয়ার্ডের টয়লেটে পানি নেই। অনেকে বাহির থেকে পানি এনে ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। আরএমও মহসিন করিম জানান, বারবার গণপূর্ত বিভাগকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এরকম হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.