,

হবিগঞ্জে ২০ পরিবারের মধ্যে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ আর্থিক সহায়তা দিয়ে কারও দারিদ্র বিমোচন সম্ভব নয়। দারিদ্র বিমোচনের জন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভর হিসাবে গড়ে তোলা। এই ধারনা নিয়ে দেশের দারিদ্র বিমোচনের কর্মসূচি গ্রহণ করেছে বৃটেনের ক্যাপ (কমিউনিটি এগেইনেস্ট প্রভাটি) ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ শহর তলীর ২০টি পরিবারের মাঝে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ করেছে তারা। একই সাথে জনস্বাস্থ্য রক্ষায় ৫টি পরিবারকে নির্মাণ করে দেয়া হয়েছে ৫টি স্বাস্থ্যকার স্যানিটারি লেট্রিন। এ উপলক্ষ্যে ক্যাপ ফাউন্ডেশন গতকাল দুপুরে সরকারী শিশু পরিবার প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করে। ক্যাপ ফাউেিন্ডশনের সমন্বয়কারী আব্দুল শহীদ মুহিতের সভাপতিত্বে ও নুরুল হক টিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সোয়েব হোসেন চৌধুরী, সাংবাদিক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক এ.কে.এম সাইফুল আলম, ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি আব্দুল মজিদ খোকন, শামীম আহমেদ, আসাদুজ্জামান, আব্দুল মালেক মেম্বার, সিজিল মিয়া ও আবু তাহের সুমন। অনুষ্ঠানে ১৫ নারীকে একটি করে সেলাই মেশিন, ৫জন পুরুষকে ১টি করে রিক্সা ও ৫টি পরিবারকে স্যানিটারি লেট্রিনের চাবি তুলে দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.