,

মহানবী (সঃ) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার দুপুর ২টায় নুরুল হেরা মসজিদ এর সামনে মহানবী (সঃ) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে লিখিত বই নবী মুহাম্মদের ২৩ বছর এর অনুবাদক মুরতাদ আবুল কাশেম ও সৈকত চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী সংগ্রাম পরিষদ ও আকাইদ পরিষদের সভাপতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইরানের কুখ্যাত লেখক আলী দোস্তির বই বাংলাদেশের দুই লেখক অনুবাদ করেছে যাতে আমাদের প্রিয় নবী (সঃ) ও আয়শা (রাঃ) কে যবর দখলকারী, যুদ্ধবাজ ও ব্যাভিচারী আখ্যা দেয়া হয়েছে। যা কোন ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারেনা। তিনি বলেন, ধর্মদ্রোহীদের শাস্তির কোন বিধান না থাকায় নাস্তিক মুরতাদরা একের পর এক এ সমস্ত জঘন্য অপরাধ করে যাচ্ছে, তাই অবিলম্বে সংসদে ব্লাসফেমী আইন পাশ করে উক্ত বইয়ের অনুবাদক আবুল কাশেম ও সৈকত চৌধুরী সহ সকল নাস্তিক মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে বইয়ের প্রকাশনী প্রতিষ্ঠান রোদেল প্রকাশনী বন্ধ ও প্রকাশককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোঃ নুরুল হক, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, হাফেজ মাসরুল হক, মাওলানা তাফহিমুল হক, মাওলানা আঃ জলিল ইউসুফী, হাফেজ শেখ হিফজুর রহমান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আঃ রশিদ মোজাহিদ আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, মাওলানা কাশেম বিল্লাহ নোমান, মাওলানা মুফতি মুহসিন আহমদ প্রমুখ। সভা শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নুরুল হেরায় গিয়ে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.