প্রেস বিজ্ঞপ্তি :: বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার অস্থায়ী কার্যালয়ে প্রদীপ দাশ গুপ্তকে সভাপতি, সুব্রত দাশকে সহ-সভাপতি, মহিতোষ দাশকে সাধারণ সম্পাদক, নির্মল দাশ ঝুটনকে সহ-সাধারণ সম্পাদক, অসীম দাশকে সাংগঠনিক সম্পাদক, জীতেশ সরকারকে কোষাধ্যক্ষ, মুন্না আহমেদকে প্রচার সম্পাদক, অন্তর দাশকে তথ্য প্রযুক্তি ও দপ্তর সম্পাদক, কেশব অধিকারীকে সাহিত্য ও গবেষনা সম্পাদক, ঝন্টু দাশকে সংগীত বিষয়ক সম্পাদক, অভিনয় দাশকে নৃত্য বিষয়ক সম্পাদক, অনি দাশ গুপ্তকে মহিলা বিষয়ক সম্পাদক, পিযুষ দাশকে সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং নিউটন দাশকে শিশু কল্যাণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলী আমজদ মিলন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। এ সময় সংগঠনের উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply