,

নবীগঞ্জে শেভরনের শিক্ষা বৃত্তির টাকা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এবং বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার শেভরণ বাংলাদেশ-এর সহযোগিতায় এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরণ শিক্ষা বৃত্তি করা হয়। বিকেলে মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর টীম লিডার জহুরুল ইসলাম, সুজাত মিয়া, শাহীন মিয়া, লিপি রাণী দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজ্বী মুক্তার হোসেন। সকালে বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষ বৃত্তি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মানিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শায়েস্থা মিয়া জায়গীরদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর টীম লিডার জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক মনির হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর এডমিন এন্ড একাউন্স অফিসার শাখাওয়াত হোসেন, প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন, আব্দুল্লা আল মামুন প্রমুখ। মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীকে এবং বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীকে শেভরন শিক্ষা বৃত্তি হিসেবে বৃত্তি প্রাপ্ত পুরাতন শিক্ষার্থী নগদ চার হাজার টাকা এবং নতুন শিক্ষার্থী নগদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.