,

কনসেপ্ট ইংলিশ লেংগুয়েজ সেন্টারের সার্টিফিকেট বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সৈদপুর বাজারে সৈয়দ কমপ্লেক্সে কনসেপ্ট ইংলিশ লেংগুয়েজ সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ২টার সময় উক্ত সেন্টারে সার্টিফিকেট বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যান পরিষদ কানেক্টিকাট ইউএসএ মো: আকমল আলী। পরিচালনা করেন ট্রেইনার আব্দুর হাই নিক্সন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্টানের পরিচালক ও ট্রেইনার ফখরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংলিশ প্রভাষক ফাতেমা মুতালেব। বিশেষ অতিথি (৩য় পৃষ্টায় দেখুন) ছিলেন বিবিসি এক্সেন্ট ট্রেইনার মাসুদ কবীর। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সালমান রহমান। বক্তব্য রাখেন,পরিচালক ও ট্রেইনার নজরুল ইসলাম,পরিচালক ট্রেইনার মো: ফরহাদ আলী, শিক্ষার্থী কলি বেগম, লিপি আক্তার, সুমি আক্তার, রিমা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে প্রায় ৩০জন শিক্ষার্থীদের হাতে উক্ত সেন্টারের ইসল সেসল স্পোকেন ইংলিশ সার্টিফিকেট বিতরন করা হয়। সম্পন্ন অনুষ্ঠান ইংরেজীতে পরিবেশনা করা হয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪জন ছাত্রী ইংরেজীতে একটি গান পরিবেশন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.