March 18, 2025, 10:51 pm

বর্তমান সরকার সকল ধর্মের অধিকার রক্ষায় বিশ্বাস করে

স্টাফ রিপোর্টার ॥ অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাস করে। তাই প্রতিটি মসজিদ, কবরস্থানের পাশাপাশি মন্দির, শ্মশানের উন্নয়নে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হবিগঞ্জের মানুষের উন্নয়নে চলতি বছরেই মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ও শীঘ্রই চালু হবে। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে কলেজের রূপান্তরের ঘোষণা দেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ উদ্বোধন করেন। এসময় তিনি ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গীতাযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি বিমলজ্যোতি চক্রবর্তী রঞ্জু, সহ-সভাপতি শংখ শুভ্র রায়, বিমান চৌধুরী প্রমূখ। সকালে মাধবপুরের তেলিয়াপাড়া মহাচৈতন্য মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজের পৌরহিত্যে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.