,

নবীগঞ্জের কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলা জুয়ার আসর থেকে ৩ জুয়ারী আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বারুনীমেলা গতকাল বুধবার রাতে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান উপলক্ষ্যে কানাইপুর মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এ মেলায়। মেলায় আগমনকারী দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী, কাঠ ও বাশের তৈরী আসবাবপত্র প্রচুর পাওয়া যায়। মেলার প্রধান আকর্ষন বেল, তৈজষপত্র, তেতুল, বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন জিনিসপত্র উল্লেখযোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়। অতিথে এ মেলাতে কোনরূপ জুয়ার আসর না দেখলেও গত ২/৩ বছর যাবত স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। স্থানীয় অন্যান্য লোকজন ও নবীগঞ্জ থানা পুলিশের লোকজন জুয়া খেলায় বাধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরবর্তীতে সন্ধ্যার পর প্রকাশ্যে জুয়ারীরা পুনরায় জুয়ার আসর বসায়। নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কানাইপুর মাঠে মেলা থেকে জুয়া খেলার অভিযোগে জমশেদ মিয়া (৫০), হেলাল মিয়া (৩০) ও মান্দার কান্দি গ্রামের মেলা থেকে মান্দারকান্দি গ্রামের মন্তাজ মিয়ার পুত্র দুদু মিয়া (২২) কে জুয়াখেলার সরঞ্জামসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করে জুয়াখেলার সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া কানাইপুর বারুনী মেলা থেকে পৌর এলাকার রাজনগর গ্রামের রাজ্জাক মিয়া ও জসিম মিয়ার নেতৃত্বে একদল উশৃংখল যুবক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.