স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুুনিয়র হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। সরকারী নীতিমালার ভিত্তিতে গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রধান অফিস কক্ষে আয়োজিত সাধারণ সভায় ওই কমিটি গঠিত হয়। সভাপতি মনোনীত হন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম.এ বাছিত। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সুমন আহমদ (সদস্য সচিব), শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সমাজসেবক আবদুল মালিক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি অঞ্জন রায়, অভিবাবক সদস্য কাজী মাহবুব আহমদ, তালুকদার আবুল কালাম আজাদ, সদস্য মনোনীত হন আমিনুর রশীদ চৌধুরী খোকন, মোঃ মুদাচ্ছির মিয়া, আলহাজ্ব তাহিদুর রহমান, ডাঃ হরিপদ দাশ, মহিলা সদস্য শেখ ছইফা রহমান কাকলী, মোঃ আবদুস সালাম প্রমূখ। আয়োজিত সভায় শিক্ষার মানন্নোয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উল্লেখিত কমিটি গঠিত হয়। সভায় বক্তারা ক্রমাগত উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়তার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply