,

সুরাবইয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা পাশবিক নির্যাতনে ব্যর্থ হয়ে কিশোরীসহ ৩ জনকে পিঠিয়ে রক্তাক্ত করেছে বখাটেরা॥

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে নবম শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতন করতে না পেরে তাকেসহ তার বোন ও মাকে মারপিট করে আহত করেছে একদল বাখাটে। এ ঘটনা নিয়ে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের রহম আলীর পুত্র ওলিপুর মোজাহের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অলিদা বেগম (১৬) কে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো একই গ্রামের রজব আলীর বখাটে পুত্র সাজু। এক পর্যায়ে সাজু ও তার বন্ধু কতিপয় বখাটে যুবক ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে ধর্ষণের হুমকি দেয়। ওই ছাত্রীর মা গ্রামের মুরুব্বীদের কাছে বিচারপ্রার্থী হয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ের প্রস্থাব দেয়। এতে ওই ছাত্রীর পরিবার প্রত্যাখান করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতর গিয়ে ওই ছাত্রীকে ধরে কাপড় ছোপড় পাশবিক নির্যাতনের চেষ্টা চালায় সাজু। এতে ওই ছাত্রীর মা মুর্শিদা খাতুন (৪০), বোন রুমেনা খাতুন (১৪) বাঁধা দিলে সাজুসহ একদল বখাটে তাকে পিঠিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ চাঞ্চল্যকর খবর এলাকায় পৌছলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সদর এসআই গোলাম মোস্তফা সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোজ খবর নেন। তিনি জানান, অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.