March 19, 2025, 12:12 am

হবিগঞ্জে আম্পায়ারদের কুশপুত্তলিকা দাহ ॥

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল খেলায় আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে হবিগঞ্জের ক্রীড়ামোদীরা। শুক্রবার দুপুরে স্থানীয় জালাল স্টেডিয়ামে কুশ পুত্তলিকা দাহ করা হয়। এসময় তারা বলেন, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ পরাজিত হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আম্পায়ারদের শাস্তি দাবি করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী সাহেদ, ফেরদৌস আহমেদ, আসাদুজ্জামান প্রমূখ। এছাড়া বৃহস্পতিবার রাতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.