March 23, 2025, 4:45 am

ঘুঈিয়াজুরী হাওরে বিজনা নদীর উপরে ২টি ব্রীজ মঞ্জুর করায় মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ সিলেট বিভাগীয় পুর্ব আঞ্চলিক কমিটি’র পক্ষ থেকে মানণীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় বরাবরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ইমামবাড়ী হইতে খাগাউড়া রইছগঞ্জ বাজার হয়ে বিশ্ব রোড পর্যন্ত মাটি বরাট পাকা করণ এবং মধ্যে দু’টি কালভ্যাট ও শংকরপুর বীজনা ব্রীজ ও ফুলতলি হইতে পশ্চিম দিকে স্নানঘাট রোডে বিজনা ব্রীজ মানণীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক এবং আওয়ালীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও মানণীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়কে উক্ত আবেদন মঞ্জুর করায় আমরা সৈয়দা সুমি আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা সিলেট বিভাগ চালকলীগ ও মহিলা সাধারণ সম্পাদিকা স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি, সৈয়দ আবুল হোসেন সভাপতি চালকলীগ সিলেট বিভাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাইদুল ইসলাম চৌধুরী ফারুক সিনিয়র সহ-সভাপতি চালকলীগ সিলেট বিভাগ। গত ১৯মার্চ ২০১৫ইং উক্ত আবেদন মঞ্জুর করে এপি এস ১ আব্দুল মতিনকে কাজের অগ্রগতি করার অনুমতি প্রদান করায় আমি সৈয়দা সুমি আক্তার সিলেট বিভাগও নবীগঞ্জ বাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.