,

আনন্দধারা একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে আনন্দধারা একাডেমীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু’সঙ্গীতজ্ঞকে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত সঙ্গীতজ্ঞগণ হচ্ছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক দেশ বরেণ্য সুরকার সুজেয় শ্যাম এবং সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ওস্থাদ বাবর আলী খান (মরণোত্তর)। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় সুরবিতান মিলনায়তনে এডভোকেট মোহাম্মদ শাহজাহান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রফেসর আব্দুল মুক্তাদির, হবিগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এডভোকেট পূণ্যব্রত চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বাদল রায় প্রমূখ। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিত্বদ্বয়ের জীবনী পাঠ করেন খান জান্নাতই যারীণ ও সাবিয়া মুক্তাদির সানি। অনুষ্ঠানে প্রধান অতিথি সঙ্গীতজ্ঞ সুজেয় শ্যাম ও মরহুম ওস্তাদ বাবর খান-এর কন্যা নাজমা আক্তার কলি’র নিকট সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে সংগঠনের সাধারণ সম্পাদক ও আনন্দধারা একাডেমীর অধ্য মোঃ আবু মোতালেব খান এর পরিচালনায় এবং ফরিদা আক্তার চৌধুরী কুমকুম-এর সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ গ্রহন করেন যারীণ, সানি, ইতু, তারিখ, কুটি, রাজীব, শেখ সাদী, জেসিকা, পিংকী, অনন্যা, জেনি, মায়িশা, আদ্রিতা, ফাবিহা, তানজিম, সুমন, জুঁই, তৃতীয়া ও রাজু রায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.