,

নবীগঞ্জের রাইয়াপুর গ্রামে পারিবারিক রাস্তার উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামে (মাঝের হাটি)’র নিজস্ব অর্থায়নে গত শুক্রবার বিকেল সাড়ে ৪-টায় একটি পারিবারিক রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত রাস্তাটি যৌথভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মিরাশ উদ্দিন, হাজী কারী আঃ রহিম, যুক্তরাজ্য প্রবাসী মোঃ উকিল মিয়া ও মেম্বার আকাব মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক, এবাদুর রহমান, জাবির হোসেন, নেছার আহমদ জগলুু, মোঃ আজমল হোসেন, মুনসুর রহমান, হিফজুর রহমান লিটন, রিপনুজ্জামান, সমছু মিয়া, নুরুল ইসলাম মিলন, আনহার মিয়া, সাঈদ আলী, আবুল কালাম, হুমায়ুন কবির, কাওছার কবির, জাকারিয়া আহমদ, মিছফা উজ্জামান, সামছুজ্জামান, রুমান আহমদ, রাসেল আহমদ, শাহজামান, মাহফুজ, জমির, তারেক, রুমন, জয়নাল, আবিদুর রহমানসহ আদর্শ গ্রামের বন্ধন যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.