March 18, 2025, 11:12 pm

করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন মনসুর সভাপতি ও ফজলু সহ সভাপতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ২২নং করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ শনিবার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ফজলু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ এর পরিচালনায় ম্যানেজিং কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সৈয়দ মঞ্জুর আলী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী সহ-সভাপতি ক্বারী নুরুল ইসলাম। সভায় দীর্ঘ আলোচনা শেষে ১১ সদস্যের কন্ঠ ভোটে মনসুর তালুকদার কে সভাপতি ও ফজলু মিয়া কে সহ-সভাপতি নির্বাচিত হন। পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন প্রধান শিক্ষক সজল চন্দ্র দাস। অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, ক্বারী নুরুল ইসলাম, অমৃত রায়, ইলাছ উদ্দিন, ছবি রাণী রায়, বীনা রাণী দাস, ইয়াছমিন বেগম, তাছলিমা বেগম, মুক্তি রাণী দাশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.