March 23, 2025, 2:52 pm

চেয়ারম্যান আওয়ালকে হত্যার চেষ্টায় সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে হত্যার চেষ্টার অভিযোগে ২ জন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মহসিন উল্লার পুত্র কালা মিয়া (৩০) ও মৃত আব্দুল খালেকের পুত্র আওয়াল মিয়া (৬০)। গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চেয়ারম্যান আওয়ালকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নিজামপুর ইউপি চেয়ারম্যান আওয়াল রাতে ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি সিলেট ওসমানিতে ভর্তি আছেন। এদিকে তার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসি প্রতিবাদ মুখর হয়ে উঠলে দুইজনকে আটক করা হয়। এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তাদেরকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.