,

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শেভরনের শিক্ষা বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আদর্শবান মানুষরাই পারে দেশ ও জাতির উন্নতি করতে। ফলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী হিসেবে শিক্ষাবৃত্তি নিয়ে নিজেকে তৈরী করার সময় এখনই। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৫ মার্চ বুধবার বিকেলে শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরন শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ, সাবেক সভাপতি হাজ্বী আব্দুল মজিদ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদ আহমেদ জিহাদী, প্রধান শিক্ষক বদরুল আলম, মাসিক নবীগঞ্জ দর্পণ-এর সম্পাদক এম. শহীদুজ্জামান চৌধুরী, অভিভাবক ফুলজার উদ্দিন, শিক্ষার্থী সৌরভ আহমেদ, অমিতাফ আচার্য্য, তানিয়া আক্তার। আরো উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে-এর সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার অলিয়ার রহমান। নিরাপত্তা উদ্যোগ সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএসসি’র প্রজেক্ট অফিসার আব্দুল্লা আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শকদিল হোসেন। উল্লেখ্য, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.