March 22, 2025, 6:13 pm

নবীগঞ্জে বাউসা ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে বাউসা ইউনিয়নের মাইজগাঁও (ভূমিহীন) নয়াবাজারে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হেলাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি দুলাল আহমেদ তালুকদার। এছাড়াও ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহ্ মোঃ কুতুব উদ্দিনকে আহবায়ক, যথাক্রমে যুগ্ম আহ্বায়করা হলেন মোঃ আব্দুল হাই, মোঃ নজির আলী, মোঃ হান্নান মিয়া, মোঃ দেলোয়ার হোসেন দিলু, শেখ জুয়েল আহমেদ। সদস্যরা হলেন- আবু মিয়া, হাবিজুর মিয়া, আঃ শহিদ, নুরুল মিয়া, মুফতি মিয়া, ফয়জুল হক, মোঃ এরশাদুল, ইউনুছ মিয়া, মঈনুল হক, আব্দুল বারিক, এনাম উদ্দিন, আমির মিয়া, আব্দুল আহাদ, ছাও মিয়া, শিবলু মিয়া, ছানু মিয়া, আব্দুল জালাল, শানুর মিয়া, মুক্তার মিয়া, হেলাল মিয়া, আনোয়ার মিয়া, সুলেমান মিয়া, আরজান আলী, আব্দুল কায়ুম, মোঃ শুকুর আলীকে সদস্য করে গত ২০ এপ্রিল শনিবার নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল চৌধুরী ৩১ সদস্য বিশিষ্ট ৯নং বাউসা ইউনিয়নের বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটি অনুমোদন প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন তাদের বলিষ্ট নেতৃত্বে বাউসা ইউনিয়নে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনগুলি আরো সুসংগঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.