নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার দু’টি উপজেলার এলসিবিসিই’র কার্যক্রমের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মার্চ বুধবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। স্থানীয় সরকার উপ-পরিচালক দিলীপ কুমার বনিক এর পরিচালনায় এলসিবিসিই কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, এলসিবিসিই বিভাগীয় প্রধান দিল আফরোজা, জেলা মনিটরিং অফিসার খালেদ আহমেদ, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন প্রমুখ।
Leave a Reply