March 23, 2025, 4:34 am

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

জগন্নাথপুর প্রতিনিধি ॥ জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ২ জন আসামীকে গ্রেফতার করেছে। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, অত্র থানার এসআই লুৎফুর রহমান, এসআই রাজিব রহমান, এএসআই শাহ জামাল, এএসআই মোঃ মোশাহিদ মিয়াসহ একদল পুলিশ রবিবার বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনার সময় সিআর-১৪৩৩/১২, সাজা সিআর-৫০০/১১, সাজা সিআর-১৮০৫/০৯, বিশেষ ট্রাইবুনাল-১০২৮৯/১০ এর ১৪ লক্ষ টাকা ও ১৮ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী উপজেলার কচুরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তাহার নিজ বাড়ী থেকে আকমল মিয়ার স্ত্রী জোসনা বেগমকে গ্রেফতার করেন। এদিকে থানার এএসআই প্রনয়সহ একদল পুলিশ বিদ্যুৎ সিআর মামলার পলাতক আসামী উপজেলার পৌর শহরের আলকানারপাড় গ্রামের আতিক উল্লাহ ছেলে মাসুক আলীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের গতকাল সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.