March 18, 2025, 11:37 pm

বানিয়াচংয়ে ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আনোয়ার হোসেন :: বানিয়াচংয়ে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেলুন ব্যবসায়ী জয়লাল দাস (২৫) এর লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের প্রিয়লাল দাসের পুত্র। এলাকাবাসী জানায়- জয়লাল দাস বছরখানেক আগে বিয়ে করেছিল। কিছুদিন পূর্বে তার স্ত্রী ঝগড়া করে পিত্রালয়ে চলে যায়। এরপর থেকে জয়লাল একাই বসবাস করত। গতকাল মঙ্গলবার বিকালে জয়লাল এর বসতঘর থেকে দূর্গন্ধ আসছিল। পরে প্রতিবেশীরা বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার ঝুঁলন্ত লাশ দেখতে পায়। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই ফারুক আহমেদ জানান- গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে সে আত্মহত্যা করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.