,

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নিষিদ্ধ থাকার পরও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করে বিনষ্ট করে ২১ হাজার টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে তিন ঘন্টাব্যাপী শায়েস্তাগঞ্জ থানার পৌরশহরে ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুরান বাজার পূর্ণপাল ষ্টোর থেকে ৫ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার এবং ২ হাজার টাকা জরিমানা, আব্দুল কুদ্দুছ ষ্টোর থেকে ৯ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার এবং ৫ হাজার টাকা জরিমানা, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ গেইট ওয়ার্কসপ এলাকায় সুমি ভেরাইটিজ স্টোর থেকে সাড়ে ৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার এবং ৫ হাজার টাকা জরিমানা, আনফর ড্রাইভার বাজার এলাকায় বিছমিল্লাহ স্টোর থেকে ২ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা, মের্সাস ফুল মিয়া ষ্টোর থেকে ১০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার এবং ৫ হাজার টাকা জরিমানা, মন্নান ট্রের্ডাস থেকে ৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার এবং ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর থেকে নিষিদ্ধ থাকার পরও উক্ত পলিথিন ব্যাগ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে রাখার দায়ে পরিবেশ অধ্যাদেশ ১৯৯৫ এর ৪(খ) ধারায় ৬ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত এ সময় সাড়ে ৩৬ কেজি উদ্ধারকৃত পলিথিন ব্যাগ থানার সামনে নিয়ে বিনষ্ট করে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ইনভেষ্টিগেটার মোঃ আবুল মনসুর মোল্লা, হবিগঞ্জ আদালতের পেশকার নুর মোহাম্মদ, শায়েস্তাগঞ্জ থানার এস.আই জুলহাস উদ্দিন এসময় একদল পুলিশ তাদের সহযোগিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.