March 23, 2025, 3:14 pm

হবিগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা-মোবাইল লুট

সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদ এলাকার চাল ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৪৫) পিটিয়ে নগদ দুই লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম শহরের নাতিরাবাদ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ব্যবসা প্রতিষ্ঠান তালা দিয়ে বাসার উদ্দেশে রওনা হন সাইফুল। পথে ৩টি মোটরসাইকেলে ৮/৯ জন দুর্বৃত্ত থাকে ঘিরে ফেলে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা সাইফুলকে এলোপাতাড়ি কোপায়। এতে তার মাথা, হাত ও পাসহ সমগ্র শরীরে গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা দুই লক্ষাধিক টাকা এবং মোবাইল ফোন লুটে নেয় তারা। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.