March 23, 2025, 2:27 pm

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সময় ডেস্ক ॥ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ে সদ্যসমাপ্ত রাষ্ট্রীয় সফর সম্পর্কে জানাতে শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা যুক্ত হয়ে যাচ্ছে। আমি জানি না– সুইসাইড অ্যাটাক করে কী পাচ্ছে। নিউজিল্যান্ডে যা হলো… একজন ক্যামেরা মাথায় লাগিয়ে গুলি করছে, কী বীভৎস! সে কিন্তু খ্রিষ্টান। এ জন্যই আমি বলি– জঙ্গি-সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, দেশও নেই।’ জঙ্গি ও সন্ত্রাসবাদ বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আসলে সামাজিক সচেতনতা হচ্ছে সবচেয়ে বড়। সামাজিক সচেতনতা সৃষ্টি না হলে এটা বন্ধ করা সম্ভব না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.