March 23, 2025, 2:28 pm

শিশু ধর্ষকরা পশু, মানুষ হত্যাকারীরা কাফের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা আব্দুল মজিদ বলেছেন-কিছু মুসলমানের কারণে বিশ্বে ইসলাম ধর্ম কলংকিত হচ্ছে। যেখানে কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বলা হয়েছে মানুষ হত্যাকারীরা কাফের, তারা কখনও বেহেশতে যেতে পারবে না, সেখানে ইসলামের নামে মানুষ হত্যা করে তারা ইসলাম কায়েম করতে চায়। শ্রীলংকায় যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোনো মুসলমান এভাবে নিরীহ মানুষ হত্যা করতে পারে না। আল্লামা আব্দুল মজিদ বলেন- কিছু মানুষ পশুর চেয়েও অধম হয়েছে। পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন-চোখ থাকতেও যারা দেখে না, কান থাকতেও যারা শুনেনা, তাদেরকে পশুর চেয়ে অধম বলা হয়েছে। একটি স্ত্রী কুকুর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কোনো পুরুষ পুকুর তার সাথে মিলিত হয় না, একইভাবে বাঘ সিংহ, গরু ছাগল, হাস মুরগীও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত একে অপরের সাথে মিলিত হয় না। একটি ৪/৫ বছরের শিশু সন্তানকে একজন পুরুষ ধর্ষন করে কিভাবে? এসব ধর্ষনকারীরা সেই বন জঙ্গলের পশুর চেয়েও অধম। তিনি বলেন-খ্রিষ্টান মিশনারীর পোপের কাছে পূণ্য প্রার্থী মেয়েরা নিরাপদ নয়, একজন মাদ্রাসার শিক্ষকের কাছে তার ছাত্রী নিরাপদ নয়, সমাজের সর্বত্র অশান্তি বিরাজ করছে, এ থেকে বাচার একমাত্র পথ ইসলাম। শুধু শিক্ষিত হলেই বলা যাবে না, আমি অনেক বড় জ্ঞানী। ভাল মানুষের সংস্পর্শ না পেলে শিক্ষিত মানুষ কুকুর ছাগলের চেয়েও অধম হতে পারে। আসন্ন রমজানে পর্দার আড়ালে হোটেল রেস্তোরা খোলা রাখার তীব্র নিন্দা জানিয়ে মুফতি আব্দুল মজিদ বলেন-একটি রোযার বদলা সারা জীবনের রোযা দিয়েও পুরণ করা সম্ভব নয়। রমজানের পবিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.