March 18, 2025, 11:26 pm

নবীগঞ্জে আখড়ার সেবাইত এর বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার অধীনে থাকা গয়াহরি শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়ার সেবাইত হরিদাস মোহন্তের বিরুদ্ধে আখড়ার সম্পত্তি বন্ধক, লীজ, জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রি করে প্রায় এক কোটি টাকা একক ভাবে ভোগ ও আত্মসাত করায় তার বিরুদ্ধে গ্রামবাসী গনস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, ওই শ্রী শ্রী গবিন্দ জিউড় আখড়া ও তার সম্পত্তি গয়াহরি মৌজাস্থ ৮৮ খতিয়ানের ৪০৮, ৪০৯ ও ৪৮১ দাগের অবস্থিত এবং অত্যান্ত প্রাচীন ও স্বনামধন্য আখড়া। সনাতন ধর্ম মতে বিভিন্ন সেবাইত আখড়ার সম্পত্তি দেখাশোনা ও রক্ষনাবেক্ষনসহ সেবা ও পূজা চালিয়ে যান। এমনকি সনাতন ধর্মের রীতি অনুযায়ী সেবাইতগণ অভিবাহিত থাকেন এবং বিভিন্ন শিষ্যদের পোষ্য হিসেবে লালন-পালন করে সেবাইত ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব দিয়ে যান। এরই ধারাবাহিকতায় উক্ত আখড়ার দায়িত্ব পান হরিদাস মোহন্ত। কিন্তু তিনি দায়িত্ব পাবার পর আখড়ার সম্পত্তি বন্ধক. লীজ, শ্রেণী পরিবর্তন, মাটি বিক্রি করে প্রায় এক কোটি টাকার সম্পত্তি একক ভাবে আত্মসাত করেন। গ্রামবাসী আখড়ার জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রির ব্যাপারে হিসাব-নিকাশ চাইলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন সেবাইত হরিদাস মোহন্ত। কোন উপায় না পেয়ে এলাকার ৩৬ জন লোক স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৫ এপ্রিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নিকট অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ভোক্তভোগী লোকজন উর্দ্ধতন কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.