March 19, 2025, 12:11 am

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকায় অবস্থিত ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন ভূমিদাতাকে সম্মাননা স্মারক এবং ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৩ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম এর  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ হবার শিক্ষা হচ্ছে জ্ঞান আহরণ। শুধু শিক্ষিত হলে চলবেনা সুশিক্ষিত হতে হবে। সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বই পড়ার কোন বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের ফেইসবুক ও অন্যান্য জিনিসের প্রতি আসক্ত না হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম এবং নবীগঞ্জ জে. কে. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এ এল এম মাহবুব চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি কমিটির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন। ভূমিদাতাদের পক্ষে বক্তব্য রাখেন সুখেন্দু কুমার পুরকায়স্থ ও জয়ন্ত কুমার দাশ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন ও গীতাপাঠ করেন স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, মাওঃ  আব্দুর রকিব হক্কানী, প্রধান শিক্ষক স্বপ্না দাশ সামন্ত, আহমদ ঠাকুর রানা, আবুল কালাম মিঠু। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু শিক্ষা গ্রহণ করলেই চলবে না, সবাইকে সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষা গ্রহণ করে মানুষ হতে হবে।’ তিনি আরও বলেন, ‘সুশিক্ষা ছাড়া কোনো জাতি সভ্য হতে পারে না। সমাজকে কলুষমুক্ত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই।’ তিনি কৃতি শিক্ষার্থীদের ‘বৃত্তি’ এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ভূমি দাতাদের ‘সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করার জন্য সম্মানিত প্রধান অতিথি, সংবর্ধিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, তাহফিজুল কোরআন নূরানী একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সিরাজী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মো. আজম হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, মাহমুদুর রহমান, মাহমুদ মিয়া, মো. জাহির মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.