March 23, 2025, 2:32 pm

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জগন্নাথপুরে জনজীবন বিপর্যস্ত

জগন্নাথপুর প্রতিনিধি :: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতকাল শনিবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সাথে বয়ে গেছে ঝড়ো হাওয়া। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষ রয়েছে আতংকে। সারা দেশের ন্যায় এ উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় ফনীর য়তি এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। জনসাধারণকে সর্তক করতে মাইকিং করে প্রচারণা করা হয়। দূর্যোগ মোকাবেলায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্বপ্রস্তুতি ছিল। গত কয়েক দিনের বর্ষণ এবং গতকাল শনিবার দিনভর টানা বর্ষণে উপজেলায় জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী, উপজেলা সদরের নলজুর নদীসহ ছোট-বড় সবকটি নদ-নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও রানীগঞ্জ বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টির কারণে ব্যবসায়ী ও ক্রেতারা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.