March 18, 2025, 11:49 pm

নবীগঞ্জে সহকারী সমিতির নির্বাচনের জন্য আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তি :: নবীগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নির্বাচনের জন্য আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আহবায়ক কমিটির অস্থায়ী কার্যালয়ে সহকারী শিক্ষক নির্বাচন ২০১৯ইং তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন। এ সময় নির্বাচন কমিশন, আহবায়ক কমিটির অন্যান্য সদস্যগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন:- আহবায়ক- মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক- বিপ্লব দাশ, যুগ্ম আহবায়ক মাহফুজ আহমেদ শাহীন,  সদস্য সচিব অর্থ মোঃ মাসুদ মিয়া, সদস্য সচিব সোহেল আহমেদ। সদস্য সচিব শ্রাবন্তী মজুমদার। নির্বাচন কমিশনের দায়ীত্বপ্রাপ্তরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মতিন, সহকারী কমিশনার তোফাজ্জল হক, সহকারী কমিশনার মোজাক্কির হোসেন, নির্বাচন কমিশন সচিব মোঃ মাসুদ মিয়া, সদস্য আবু সুফিয়ান, সদস্য মহিউদ্দিন জিপু। উক্ত নির্বাচনের তফসিল অনুযায়ী মনোয়ন পত্র বিতরণ শুরু ১ জুন।  মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৬ জুন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ১৭ জুন। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৮ জুন বিকাল ৫ ঘটিকা। ভোট গ্রহণ ২৮ জুন শুক্রবার (সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.