March 22, 2025, 8:00 pm

নবীগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস প্রজেক্টের নির্মাণ কাজে ১৫ লক্ষ টাকা চাঁদার দাবির অভিযোগ, কাজ বন্ধ, আদালতে মামলা

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা সংলগ্ন বসুন্ধরা এলপি গ্যাস প্রজেক্টের নির্মান কাজ ১৫ লক্ষ টাকা চাঁদার দাবি অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে তারা। এ ঘটনায় গত বুধবার সকালে হবিগঞ্জ জেলা জজ আদালতে ৯ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেছেন বসুন্ধরা গ্রæপের সংশ্লিষ্ঠ ঠিকাদার। মামলাটি আদালত আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে সিআইডি পুলিশকে তদন্ত মুলক ব্যবস্থা নিতে আদেশ প্রদান করেছেন। মামলার বিবরণে জানাযায়, গত ০৯ এপ্রিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউ/পির রুস্তমপুর টোলপ্লাজা সংলগ্ন বসুন্ধরা এলপি গ্যাস প্রজেক্টের ২ কোটি টাকার নির্মাণ কাজের অনুমতিপত্র পায়। উক্ত কাজের অনুমতিপত্র পাওয়ার পর থেকে মামলার ১নং আসামী রুস্তমপুর গ্রামের মৃত এরশাদ উল্লার পুত্র ফজলু মিয়ার নেতৃত্বে আসামীরা এ কাজ তাদের সমিতি শাহজালাল ট্রেড এন্ড কর্মাস লিমিটেড এর বরাবরে দিয়া দিতে হবে নতুবা কাজ করতে দিবে না বলে হুমকি দিতে থাকে। আসামীগণ স্থানীয় লোক হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার নিরুপায় হয়ে পড়েন। তাদের প্রস্তাবে সম্মত হয়ে এবং তাহাদের কথামত তাদের নামীয় উপরোক্ত সমিতির দ্বারা কাজ করাতে আমার কোন আপত্তি নাই মর্মে এক অঙ্গীকারনামা প্রদান করেন। কিন্তু বসুন্ধরা কর্তৃপক্ষ আসামীদের সমিতির নামীয় কাগজপত্র যাচাই বাছাই করে তাহা গ্রহনযোগ্য না হওয়ায় তাদের কোম্পানীর মাধ্যমে কাজ করাতে সম্মত না হয়ে গত ৯ এপ্রিল পুনঃরায় মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ কে কাজ করতে ওয়ার্ক অর্ডার প্রদান করেন। এতে আসামীগণ ক্ষিপ্ত হয়ে বলে তাদের এলাকায় কাজ করতে হয়। তাহলে তাদেরকে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা চাঁদা হিসাবে দিতে হবে। এমনকি তাকে প্রাননাশের হুমকি দিতে থাকে বলেও জানান ঠিকাদার। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি ইকবাল হোসেন বলেন, আমি জেনেছি ছোট খাটো ঝামেলা হয়েছে, থানায় অভিযোগ দিলে স্থানীয় এমপি বিষয়টি মিমাংসা করে দিবেন বলেছেন, তাই মামলাটি রেকর্ড করা হয়নি। হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- শুনেছি তাদের নিজেদের মধ্যে ব্যবসায়িক পার্টনারশিপ নিয়ে ঝামেলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.