March 23, 2025, 3:04 pm

নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জলিল মিয়া আর নেই, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী  বাউসা গ্রামের বাউসা মোঃ জলিল মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ……. রাজিউন)। গত মঙ্গলবার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের নিজ বাসভবনে রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গত বুধবার সকাল ১১টায় ছালামতপুর ব্র্যাক অফিস সংলগ্ন মাঠে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি বাউসা ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি মোঃ ছালিক মিয়া, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী শাহ্ মছদ্দর আলী, মোঃ কাওছার আহমদ, মাও. মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, সাবেক মোতাওয়াল্লী হাজী আব্দুল মোতালীব, উপজেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তালুকদার জুবায়ের আহমদ শাহীন সহ বিভিন্ন রাজনৈতিক দল, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার হাজারো মুসল্লীয়ান। জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমেন ছোট ভাই মোঃ মাহিদ মিয়া ও মুহিত মিয়া। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম মোঃ জলিল দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি, স্ত্রী, ৪পুত্র, ২ কন্যা সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.