March 23, 2025, 4:49 am

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা ও মহিলাসহ আহত ৩০

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে মোটর সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে বৃদ্ধা ও মহিলাসহ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  ও ১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের  ছালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের  ছালামতপুর এলাকায় পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, আব্দুল আজিজ (৭৫) ,পিকলু দেব (২৫), কুহিনুর আক্তার (৪০), আরশ আলী (৪০)। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.