March 18, 2025, 11:54 pm

হবিগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের সার্কিট হাউস রোড থেকে ইয়াবাসহ কাজী শাহিন (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সে ওই এলাকার কাজী জালাল উদ্দিনের পুত্র। গত রবিবার সকালে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০১ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, সে ইয়াবা ট্যাবলেট বিভিন্ন হারবাল সেন্টারে সরবরাহ করে আসছে। আর এইসব ইয়াবা ট্যাবলেট দিয়ে  হারবাল সেন্টারে বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ উৎপাদন করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহিনসহ আরও ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকাল সোমবার বিকেলে শাহিন আদালতে এসব ঘটনা স্বীকার করে। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.