March 23, 2025, 2:36 pm

হবিগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের গানিং পার্ক এলাকায় রাব্বি লস্কর (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ায় সন্দেহের তীর সৃষ্টি হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বিধা-দন্ধ দেখা দেয়। সে ওই এলাকার বর লস্করের পুত্র। গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই জুয়েল সরকার গানিং পার্ক থেকে তার লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গত রবিবার দিবাগত রাত ৪টার সময় পরিবারের লোকজন রাব্বিকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন।  পরবর্তিতে রাব্বির এক আত্মীয় জানান রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে না বলে লাশ তারা বাসায় নিয়ে যান তিনি।
এদিকে, হাসপাতাল থেকে গলায় ফাঁস দিয়ে রাব্বি মারা গেছে মর্মে থানায় চিঠি যায়। চিঠি যাওয়ার পর পুলিশ খাতায় লিপিবদ্ধ করে সুরতহালের জন্য এসআই জুয়েলকে দায়িত্ব দেন। সকালে জুয়েল গিয়ে হাসপাতালে দেখতে পান লাশ নেই। পরে তাদের সন্দেহ সৃষ্টি হলে লাশটি পরিবারের কাছ থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রাব্বির স্ত্রী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করনে তার স্বামীর লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য। এ ব্যাপারে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, লাশটি পুলিশ বাসা থেকে উদ্ধার করেছে এবং ময়না তদন্ত ছাড়া নেয়ার আবেদনে জঠিলতা আছে। এই কারণে লাশটি ময়নাতদন্ত করেই মঙ্গলবার পরিবারের কাছ হস্তান্তর করা হবে এবং রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.