March 18, 2025, 11:02 pm

জগন্নাথপুরে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার সরবরাহে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার আমদানি করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, গত শনিবার রাতে জগন্নাথপুর পৌরশহরের শহিদ মিনার এলাকা থেকে পিকআপ ভর্তি গ্যাস সিলিন্ডার স্থানীয় ব্যবসায়ীরা আটক করে উপজেলা সহকারী (এসিল্যান্ড)কে অবহিত করলে তিনি ওই পিকআপ সহ গ্যাস সিলিন্ডারগুলো থানা পুলিশে হস্তান্তর করেন। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষজ্ঞ একটি দল দিয়ে পরীা নিরীা শেষে জব্দকৃত প্রায় ৬০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ২টি গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ পায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদাতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং ওই গ্যাস ধ্বংস করার জন্য জগন্নাথপুরের ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.