March 23, 2025, 1:32 pm

সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সদস্য মো. জাহাঙ্গীর রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মো. রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরহাদ চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. আব্দুল হালিম, দৈনিক ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সহসভাপতি অপু চৌধুরী, সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ, জিটিভি প্রতিনিধি মো. নুর উদ্দিন, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহসাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, প্রচার সম্পাদক সৈয়দ মশিউর রহমান, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, সাংবাদিক এম সজলু, দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সাংবাদিক রহমত আলী, চ্যানেল এসএর সিরাজুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ফোরাম আজমিরিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেন্টু আহমেদ জিহান ও সাধারণ সম্পাদক কনোজ ব্যানার্জি  প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক জাহাঙ্গীর এর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.