,

হবিগঞ্জ শহরে ছাদ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু পুলিশকে না জানিয়ে লাশ দাফন!

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় ছাদ থেকে পড়ে এক প্রবাসির স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পূর্ব পাড়ের বাহরাইন প্রবাসী বাবুল মিয়া আখনঞ্জীর স্ত্রী এক সন্তানের জননী নিলুফা আখনঞ্জী (২৮)শহরের অনন্তপুর এলাকায় তার ফুফুর বাসায় বেড়াতে আসেন। ওই সময় তিনি বাহরাইন থাকা স্বামীর সাথে ফোনে কথা বলার সময় নের্টওয়ার্ক বিড়ম্বনার কারণে ফোন নিয়ে বাসার ছাদে উঠেন। সেখানে ফোনে কথা বলার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য ওই বাসার ছাদে নিরাপত্তার জন্য কোন রেলিং না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এছাড়া ময়না তদন্ত ছাড়াই গতকাল শুক্রবার সকাল ৯টায় জানাযার নামাজ শেষে বানিয়াচংয়ের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে কোন অভিযোগ না থাকায় আমাদের করার কিছুই নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.