March 18, 2025, 11:55 pm

মেয়েকে নিয়ে সিনেমা-নাটক বানাবেন না: নুসরাতের মা

সময় ডেস্ক :: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনা নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। কিন্তু নুসরাতের পরিবারের পক্ষ থেকে তাকে অনুমতি দেয়া হয়নি। এ ব্যাপারে নুসরাত জাহান বাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আমাদের পরিবারের সাথে কয়েকজন চলচ্চিত্র পরিচালক ও নাট্য পরিচালক যোগাযোগ করেছেন। তবে পরিবারের সবাই মাদরাসা শিক্ষায় শিক্ষিত হওয়ায় তাতে রাজি হননি। আমাদের বাপ, দাদা, চাচা ও ভাই সবাই আলেম।’ নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার বলেন, ‘আমার মেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। শুনতেছি কেউ কেউ নাকি আমার মেয়েকে নিয়ে নাটক ও সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ সিনেমা বা নাটক বানাবেন না।’ আমার মেয়েকে নিয়ে অনেকে ওয়াজ ও গজল বানিয়েছেন। আরও বানাতে পারেন। কিন্তু কোনো সিনেমা বা নাটক বানিয়ে আমার মেয়ের আত্মাকে কষ্ট দেবেন না।’ তিনি আরও বলেন, ‘নুসরাত শহীদ হয়ে গোটা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছে। সে কবরে চিরনিদ্রায় শায়িত আছে। সিনেমা-নাটক বানিয়ে তাকে দয়া করে দোযখে নেবেন না। তাকে নিয়ে সিনেমা ও নাটক বানালে তার আত্মা কষ্ট পাবে। আমরা আখেরাতে তার কাছে জবাব দিতে পারব না। আমার মেয়ে একটি নিষ্পাপ ফুল।’ নুসরাতের মা আরও বলেন, ‘আমরা জীবিত অবস্থায় নুসরাতের খুনিদের বিচার দেখে যেতে চাই। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’ উল্লেখ্য, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করায় গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৭৫-৮০ ভাগ পুড়ে যায়। গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.