সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ মিন্নত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। গত শনিবার বিকালে আওয়ামীলীগ নেতা মিন্নত আলীর নিজ বাসায় গিয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত মিন্নত আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন সংসদ সদস্য মিলাদ গাজী। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজারের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আওয়ামীলীগ নেতা মিন্নত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার দুপুরে সদরঘাট ফকিরপাড়া ঈদগাহে তার জানাযার নামাজ শেষে ফকিরপাড়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
Leave a Reply