March 18, 2025, 11:40 pm

হবিগঞ্জে ট্রান্সমিটারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান দগ্ধ

লাইনম্যানকে তারে রেখেই বিদ্যুৎ সংযোগ!

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বাডুজ্যিক এলাকায় শংকরের মুখে এক লাইন ম্যানকে তারে রেখেই বিদ্যুৎ সংযোগ দেয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  লাইনম্যানের শরীর পুড়ে গেছে। পরে আহত অবস্থায় লাইনম্যান আব্দুল হান্নান (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল হান্নান শহরতলীর বহুলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত হবিগঞ্জ পিডিবি অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত রয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে পিডিবির লাইনম্যান আব্দুল হান্নানসহ কর্মচারীরা শহরের শংকরের মুখ এলাকায় একটি ট্রান্সমিটারে কাজ করতে যায়। এসময় তারা অফিসের সঙ্গে যোগাযোগ করে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে তারা কাজ শুরু করে। এর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নানের শরীর পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ওসি আরো জানান, এ ঘটনায় কারো গাফলতি আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থাগ্রহণ করা হবে। দগ্ধ আব্দুল হান্নান জানান, তারা অফিসের সঙ্গে যোগাযোগ করেই ওই এলাকায় লাইন মেরামত করছিল। কিন্তু পিডিবি অফিসের সি-এ ফিরোজ আলী ইচ্ছে করেই বিদ্যুৎ সংযোগ দেয়। যাতে আমি মারা যাই। এমতাবস্থায় জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, ওই লাইনম্যানের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিরেশ্বর সাহার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.