March 19, 2025, 12:29 am

মায়ারুন আক্তার

দীর্ঘ আইনী লড়াইয়ের পর আবারো মায়ারুন আক্তারের ইউপি সদস্য পদ বহাল

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মায়ারুন আক্তারের ইউপি সদস্য পদ বহাল করলেন গত ১৯ মে ২০১৯ইং তারিখে সুর্প্রীম কোর্ট অব বাংলাদেশ, আপিল ডিভিশনে এপিল নং ১৫৫৯/২০১৯ মামলায় সিএমপি নং ২০৩/২০১৯ইং ১০ মার্চ ২০১৯ইং এর টেটাস্কো আদেশটি মহামান্য বিচারকগণ বাতিল করে মায়ারুন আক্তারের পক্ষে রায় ঘোষনা করেন। অপরদিকে গত ১৬ মে ২০১৯ইং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৩ এপ্রিল ২০১৯ইং তারিখের ৪১৩ (১০) ১নং এর আদেশের নোটিশটি বাতিল করা হয়েছে মর্মে একটি পত্র স্বাক্ষরিত হয়। ওই পত্রটি গত ২০ মে ২০১৯ইং তারিখে ইউপি সদস্য মায়ারুন আক্তারের নিকট পাঠানো হয় এবং মায়ারুন আক্তার পত্রটি সমজিয়ে রাখেন। ২৩ এপ্রিলের আদেশটি বাতিল হওয়াতে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মায়ারুন আক্তার ইউপি সদস্য হিসেবে বিধি মোতাবেক বহাল রয়েছেন। মহামান্য সুর্প্রীম কোর্ট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে মায়ারুন আক্তার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে আর কোন বাধা রইল না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.