March 22, 2025, 6:12 pm

এসডিজি অর্জনে মাঠ কার্যক্রম আরো জোরদার করতে হবে- ত্রৈমাসিক পারফরমেন্স সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

স্টাফ রির্পোটার ॥ সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ দেবপদ রায় বলেন, সরকার এসডিজি অর্জনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদেরকে মাঠ কার্যক্রম আরো জোরদার করতে হবে। যেসকল উপজেলার কার্যক্রম তুলনামূলকভাবে পিছিয়ে আছে সেসকল উপজেলাকে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কনফারেন্স রুমে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতির পর্যালোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইউএসএআইডি’র মামনি এমএনসিএস প্রকল্প সেইভ দা চিলড্রেন এর সহায়তায় সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীর সভাপত্তিত্ত্বে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, হাসপাতাল তত্ত্বাধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র রায়, সেইভ দা চিলড্রেন এর ডাঃ নুকুল কুমার বিশ্বাস, ডাঃ যতন ভৌমিক প্রমুখ। নিখিল রঞ্জন শর্মার পরিচালনায় উভয় বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেছুর রহমান, ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.