March 19, 2025, 12:07 am

হবিগঞ্জ শহরে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চলাচলে ঘটছে দুর্ঘটনা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চলাচল বেড়েই চলেছে। এতে যেমন দুর্ঘটনা ঘটছে তেমনি সাধারণ লোকজন আতংকিত হচ্ছেন। পবিত্র রমজান মাসের ইফতার এর আগ মহুর্তেই দেখা যায়, শহরের বিভিন্ন স্থান দিয়ে এক শ্রেণীর উঠতি বয়সের তরুণ ও যুবক উচ্চ হরণ বাজিয়ে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন। এ সময় উচ্চ হরণ মোটর সাইকেলের চালানোর দৃশ্য দেখে টমটম পরিবহনসহ অন্যান্য পরিবহনের চালকসহ পথচারীরা আতংকিত হয়ে উঠেন। বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোর কারণে প্রায় সময় দুর্ঘটনাও ঘটছে। এসব দুর্ঘটনার কারণে অকাল তরুণ-যুবকরা প্রাণও হারাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ-বানিয়াচং সড়কের উমেদনগর শিল্প এলাকায় বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে আসার সময় এমরান মিয়া (১৮) নামের যুবক মালবাহী দাড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত এমরান হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকার বাসিন্দা। বেপারোয়া মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে নেয়ার জন্য সচেতন মহল প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.