স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মুজাম্মেল হক চৌধুরী শাহনূর নামের এক বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ জানায়, কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে মুজাম্মেল হক চৌধুরী শাহনূর এনআইএক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ করেন। গতকাল শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার এস আই ফখরুজ্জামান ও এস আই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শনিবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হবে বলে জানায় পুলিশ।
Leave a Reply