March 22, 2025, 6:25 pm

দারুল হিকমাহ মাদ্রসায় মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা স্বাধীন হওয়ার ৪৪ বছর অতিবাহিত হলেও দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি….মাও: আশরাফ আলী

স্টাফ রিপোর্টার ॥ গত বৃহস্পতিবার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, মাষ্টার সোহেল আহমদ ও আক্কাছ আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করে মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমান, মাও: শফিকুল ইসলাম ও সোহেল আহমদ, সাইফুল ইসলাম চৌধুরী, ফজলুর রহমান, যুবায়ের আহমদ, শফিকুল আলম ইমন, ফয়জুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাকিস্তানী স্বৈরশাসকদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষনের বিরোদ্ধে এদেশের বীর বাঙ্গালীরা রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশবাসী পাকিস্তানী স্বৈরশাসকদের এদেশীয় প্রেতাত্মা, অন্ধ ক্ষমতালিপ্সু একটি চিহ্নিত গোষ্ঠির অপকর্মে বারবার বঞ্চিত হচ্ছে। অপার সম্ভাবনাময় এই দেশটির উন্নয়ন দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের চক্রান্তে মারাত্বকভাবে বাধাগ্রস্থ হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর অতিবাহিত হলেও দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার বলে কিছুই নেই। মানবাধিকার চরমভাবে ভুলন্ঠিত। দেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন নীতিবান, দেশ প্রেমিক একদল যোগ্য নাগরিকের, যারা নিজেদের স্বার্থের উপরে দেশের স্বার্থকে স্থান দিয়ে কাজ করবে। এদেশের মাদরাসা গুলো রাসুলের আদর্শে উজ্জীবিত নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক উপহার দেয়। তিনি ছাত্র-ছাত্রীদের আকর্ষণীয় একাডেমিক ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। সকাল থেকেই বর্ণীল সাজে সজ্জিত মাঠে নানা ধরণের খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে বর্ণাঢ্যভাবে উপদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.