সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন কর্তৃক উন্মুক্ত সভা ও বিশেষ সভার মাধ্যমে আগামী ২০১৯-২০২০ খ্রিঃ অর্থ বছরের বাজেট প্রণয়ন পূর্বক অনুমোদনের নির্মিত্তে ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক ও ইউপি সচিব বাবু প্রীতেশ রঞ্জন চৌধুরী, গত বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ-বিন-হাসান এর নিকট ২,৪১,২৬,৯৩০/= দুই কোটি একচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার নয়শত ত্রিশ টাকার বাজেট দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুন নূর ও অফিস সহকারী বাবু সুব্রত দেব সহ প্রমুখ। উক্ত বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, দূর্যোগ, ত্রাণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বয়স্ক, বিধবা, অস্বচ্ছল, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, অসহায় মাতৃত্ব ভাতা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন করতে হলে সঠিক পরিকল্পনার প্রয়োজন। এই সঠিক পরিকল্পনাই হলো বাজেট। আশা করি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পরিষদের সদস্যবৃন্দকে নিয়ে ইউপি চেয়ারম্যানকে এই বাজেট বাস্তবায়নে সচেষ্ট থাকবেন।
Leave a Reply